স্মৃতি রানী দে
চাঁদের আলোয় ভেসে যায়,
শীতল রাতে চারপাশ,
গভীর নীলিমায় মুগ্ধ হয়ে,
বসেছে যেন নিঃশব্দ শ্বাস।
তারার মেলা আকাশ জুড়ে,
মিষ্টি হাওয়ার ছোঁয়া,
মনকে দেয় এক অপূর্ব স্বপ্ন,
চাঁদের সাথে খেলা।
নদীর ঢেউ ছুঁয়ে যায়,
চাঁদের মিষ্টি আলো,
পাহাড়ের চূড়ায় বসে আছে,
একলা রাতের পালক।
এমন রাতে হৃদয় বলে,
চিরকাল এই খেলা,
চাঁদের আলোয় ভেসে থাকি,
স্বপ্নের ভেলায় ভাসা।
সংবাদটি শেয়ার করুন