১৪ই এপ্রিল ২০২১ ইং | ১লা বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৬
এসবিএন ডেস্ক: চাকরিতে প্রবেশের বয়সসীমাবছর ৩৫ করার দাবিতে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র পরিষদ।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় রাজধানী ছাড়া প্রায় ৫০টি জেলায় এ কর্মসূচি পালন করা হয়। এসব জেলার প্রেসক্লাব ও শহিদ মিনারের সামনে বিক্ষোভ করা হয়।
আগামী ২৯ জানুয়ারি ঢাকায় শাহবাগ চত্বরে কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয় সংগঠনটি।
আজ শনিবারের কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, চাকরিতে বয়সসীমা না বাড়ানোর ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক শিক্ষিত তরুণ তাদের শিক্ষা ও মেধা দেশের জন্য কাজে লাগাতে পারছে না। তাই যৌক্তিক কারণে চাকরিতে প্রবেশের বয়সমীসা বাড়াতে হবে।
তারা বলেন, চাকরিতে প্রবেশ নিয়ে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এই বৈষম্য দূর করতে বয়সসীমা ৩০ থেকে ৩৫ করতে হবে। আমরা সেই লক্ষ্যে আন্দোলন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।
সিলেট জেলা সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে শহিদ মিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে সাধারণ ছাত্র পরিষদ।
এছাড়া ময়মনসিংহ জেলা সভাপতি নুর জামাল, বগুড়ার সভাপতি কে এম হাসান, নীলফামারীর জেলা সভাপতি গোলাম রাব্বানীর নেতৃত্বে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সাধারণ ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. ইমতিয়াজ হোসেন বলেন, ‘৩৭ তম বিসিএসে দাবি মানা না হলে আগামীতে আমরা দেশব্যাপী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আশা করি সরকার আমাদের ন্যায্য দাবি মেনে নিবে।’
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766