এসবিএন: কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের কেন্দ্রীয় সংগঠন (বিসিএইচসিপিএ) ঘোষিত কর্মসূচির আওতায় সিলেটের সকল কমিউনিটি ক্লিনিকে ২য় দিনের (৯টা থেকে ১২টা) কর্মবিরতি পালিত।
বিসিএইচসিপিএ দাবী আদায় কমিটির সদস্য ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, কমিউনিটি ক্লিনিক থেকে মাসে গড়ে ৮০-৯০ লাখ গ্রামীণ হতদরিদ্র জনগন সেবা গ্রহণ করে এবং সাড়ে ১১ হাজার সাধারণ প্রসব সম্পাদিত হয় কিন্তু একটি মা ও শিশু মারা যায়নি।
কমিউনিটি ক্লিনিকের কল্যাণে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু হ্রাস পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জাতীসংঘ থেকে সাউথ এশিয়া এওয়্যার্ডে ভূষিত হয়েছেন, স্বাস্থ্যমন্ত্রণালয় জাইকা পুরষ্কার পেয়েছেন।
কিন্তু দুঃখজনক হলেও এসবের কারিগর কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ নিয়মিত বেতন বোনাস পায় না, এমনকি ঈদে, পূজায় ও সময়মতো বেতন বোনাস পাওয়া যায় না।
আমরা ৫ বছর থেকে একই বেতনে চাকুরী করছি। আমাদের দাবী নিয়ে স্থানীয় এমপি, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ সরকারের গুরত্বপূর্ণ ব্যক্তির দ্বারস্থ হয়েছি।
সকলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। স্বাস্থ্যমন্ত্রনালয় ও প্রকল্প অফিস থেকে জাতীয়করণের জন্য বারবার লিখিত ও মৌখিক আশ্বাস প্রদান করলেও তা বাস্তবায়ন হয়নি।
১৪ হাজার সিএইচসিপিদের মধ্যে সাড়ে ৪ হাজার মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন। আমাদের অধিকাংশের সরকারি চাকুরীর বয়স শেষ। উপায়ান্তর না দেখে আমরা কর্মবিরতির মতো কঠিন কর্মসূচি হাতে নিয়েছি।
আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কৃপাদৃষ্টি কামনা করি।
সংবাদটি শেয়ার করুন