এসবিএন নিউজ: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) সিলেট বিআরটিএ এর আয়োজনে পেশাদারী গাড়ী চালকদের নিয়ে ‘দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমুলক’ প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকার থেকে জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার অনুষ্ঠিত হয়। কর্মশালায় ১শ ৫০ জন চালকদের প্রশিক্ষন ও ভাইবা পরীক্ষা নেওয়া হয়। কর্মশালায় সড়ক দূঘটনা রোধে গাড়ী চালকদের সর্তকতামুলক বিভিন্ন ধরনের বক্তব্যে প্রদান করা হয়। দেশের স্বার্থে রোড সিগনাল, ট্রাফিক আইনসহ সকল নির্দেশনা মেনে চলাচল করতে হবে। গাড়ী নিয়ে বের হওয়ার পূর্বে যান্ত্রিক ক্রুটি আছে কি না তা ভাল করে দেখার পরামর্শ প্রদান করা হয়।
সড়ক দূঘর্টনা নিয়ন্ত্রন জান-মাল রক্ষা করে দেশ ও জাতির উন্নতি লক্ষ্যে নিয়ে চালকদের কাজ করার এবং ওভারটেকিং নিষিদ্ধ এলাকায়, রাস্তার বাঁকে, সরু ব্রীজে ওভারটেকিং না করার, গাড়ি চালনাকালে এয়ার ও মোবাইল ফোনে কথা না বলতে, গতিসীমা লংঘন ও অতিক্রম করে গাড়ি না চালানোর, ঘুম ঘুম ভাব ও একটানা ৫ ঘন্টার বেশি গাড়ি না চালানোর, বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি না চালানোসহ সিটবেল্ট বেধে গাড়ি চালানোর আহবান জানানো হয়।
বিএআরটিএ সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন(মন্টু)’র সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন অতিরুক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ আমিনুর রহমান, পুলিশ ইনেসপেক্টর মো. আব্দুল মুকিত, মেডিকেল অফিসার্স সিভিল সার্জন ডা. আহমদ সিরাজুম মুনীর, মোটরযান পরিদর্শক মো. জমির উদ্দিন ও নাসির উদ্দিন।
কর্মশালায় প্রশিক্ষনের মাধ্যমে তাদেরকে নানা ধরনের পদ্ধতি শিখানো হয় এবং দুর্ঘটনা থেকে বাঁচার জন্য পরামর্শ দিয়েছেন প্রশিক্ষকেরা।
সংবাদটি শেয়ার করুন