৬ই মার্চ ২০২১ ইং | ২১শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, জুন ১২, ২০১৮
হাসপাতালে চিকিৎসাধীন বিমল বিশ্বাসকে দেখতে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।
আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাসকে দেখতে যান তিনি।
এ সময় মন্ত্রী বিমল বিশ্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও তার চিকিৎসায় সব ধরনের সহায়তা দিতে হাসপাতাল সমাজসেবা কর্মকর্তাদের যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশনা প্রদান করেন।
বিমল বিশ্বাস বর্তমানে প্রস্টেট ক্যান্সার অপারেশনের ফলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বিমল বিশ্বাস ১৯৭১ সালে্র একজন বীর মুক্তিযোদ্ধা ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766