ঢাকা ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


চীনে করোনার নতুন সংক্রমণে কোটি কোটি লোক লকডাউনে

sumon
প্রকাশিত জুলাই ৬, ২০২২, ০৮:২৫ অপরাহ্ণ
চীনে করোনার নতুন সংক্রমণে কোটি কোটি লোক লকডাউনে

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার চীনের কোটি কোটি লোক লকডাউনের আওতায় রয়েছে।
দেশটির বৃহৎ পর্যটন নগরী জিয়ানে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছ, বুধবার নতুন করে তিনশ লোক সংক্রমিত হয়েছে। জিয়ান ও সাংহাই শহরে গুচ্ছ সংক্রমণ দেখা দিয়েছে।
এ কারণে আশংকা করা হচ্ছে যে- দেশটিতে বছরের প্রথম দিকে যে ধরনের লকডাউন ছিল, আবারো সে ধরনের কঠোর অবস্থায় ফিরে যেতে পারে।
এদিকে সাংহাইয়ের অর্ধেক এলাকা জুড়ে কর্মকর্তারা করোনা ভাইরাস সনাক্তে গণ-স্বাস্থ্যপরীক্ষা শুরু করেছেন। কারণ সপ্তাহান্তে শহরটিতে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে।
ঐতিহাসিক জিয়ান শহরে গত বছর মাসব্যাপী লকডাউন ছিল। শহরটিতে নতুন করে ২৯ জন সংক্রমিত হওয়ায় অস্থায়ী কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বুধবার মধ্যরাত থেকে পাব, ইন্টারনেট ক্যাফে ও কারাওকে বারসহ গণবিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে।
নগর সরকার এক নোটিশে এ ঘোষণা দেয়।
এদিকে করোনার নতুন সংক্রমণ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কোভিড জিরো নীতিকে আবারো চ্যালেঞ্জের মুখে ফেলল।
গত সপ্তাহ থেকে আনহুই প্রদেশে সহস্রাধিক  লোকের সংক্রমণের খবর পাওয়া গেছে।বাসস।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031