এসবিএন ডেস্কঃ চীনের একটি কয়লার খনি ধসে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। চীনের শানজি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার খনির মালিক জানান।
শানজি কয়লা খনি গ্রুপের পক্ষ্য থেকে এক বিবৃতিতে জানানো হয়, বুধবার রাতে এনপিং কয়লার খনিতে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৯ জন নিহত হয়েছে।
এ বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিংহুয়া জানায়, এ ঘটনার সময় খনিতে মোট ১২৯ জন কাজ করছিলেন।
এখনো উদ্ধার কাজ চলছে বলেও জানা
সংবাদটি শেয়ার করুন