সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের চুরি হয়ে যাওয়া রিজার্ভের অর্থ ফিরিয়ে আনতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আগামী ৪ সপ্তাহের মধ্যে অর্থসচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রসচিব বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিদায়ী গভর্নর ড. আতিউর রহমানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে হাইকোর্ট এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। বাংলাদেশ ব্যাংকের পক্ষের আজমালুল হোসেন কিউসি ও রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত ২২ মার্চ চুরি হয়ে যাওয়া টাকা উদ্ধারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ।
রিট আবেদনে রিজার্ভ চুরির ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের পাশাপাশি দায়ী বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়।
এ ছাড়া রিটে বাংলাদেশ ব্যাংকের পদত্যাগকারী গর্ভনর ড. আতিউর রহমানকে গ্রেফতারের নির্দেশনা চাওয়া হয়। মঙ্গলবার সেই রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন।
সংবাদটি শেয়ার করুন