আহমদ পারভেজ জাবীন
কে জানতো চে
যে তুমি চিকিৎসক
না হয়ে হবে বিপ্লবী?
তাও আবার আজন্ম বিপ্লবী।
এমবিবিএম পরীক্ষায় উত্তীর্ণ
হলে সবচাইতে কম বয়সে
সর্বোচ্চ মার্ক নিয়ে।
কী দারুণ তোমার সাফল্য!
হতে পারতে বিশ্বের
একজন সেরা সার্জন।
না তুমিতো সে পথে হাঁটলে না।
বেছে নিলে কানিংহামের পরিবর্তে মার্ক্সকে।
ভালবাসলে শোষিত মানুষকে
পরিবর্তন করলে পুঁজিবাদী সমাজকে
প্রতিষ্ঠিত হ’লো কিউবায় বৈষম্যহীন সমাজ
বলিভিয়ায় যখন তুমি সফলতার দ্বারপ্রান্তে
তখন সাম্রাজ্যবাদের বুলেট তোমায় স্তব্ধ করল।
তারা জানতো না তোমার ক্ষমতা, তুমি আজও
বেঁচে আজ সকল মুক্তিকামী মানুষের মাঝে, সফলভাবে।
১লা আষাঢ় ১৪৩০.
সংবাদটি শেয়ার করুন