২রা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৭
সিলেটের প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী মুন্না দত্ত সংস্কৃতি জগতে এখন পরিচিত এক নাম । নিউ ইয়র্ক প্রবাসী হওয়ায় রাজধানী ঢাকায় তার পরিচিতি কিছুটা কম । দেশে থাকলে সিলেট বেতারে নিয়মিত গান করেন । সম্প্রতি তার গানের একটি সিডি প্রকাশিত হতে যাচ্ছে । নাম,চোখের আলোয় দেখেছিলেম । স্বামী স্থপতি অলক দত্ত ,দুই মেয়ে তুহিনা দত্ত ও তুলসী দত্ত ও ছেলে মাহীকে নিয়ে তার সুখের সংসার ।মনসা মঙ্গলের প্রখ্যাত কবি ষষ্টিবর দত্তের বংশধর তার স্বামী । সিলেট শহরে চোউহাট্টায় তার পৈতৃক নিবাস । বেড়ে উঠেছেন সেখানেই । সুরের সম্রাজ্ঞী এই শিল্পী অবসরে ঘুরে বেড়াতে ভালবাসেন ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com