এসবিএন ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক শিক্ষা মেলা র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে এক বর্নাঢ্য র্যালী শহর প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও শিক্ষক কফিল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর, মাসুম বিল্লাহ, রাজনীতিবিদ সৈয়দ আহমদ, শিক্ষক মোনায়েম খাঁন, এ এস এম মিছবাহুজ্জামান শিলু, শিক্ষিকা আল্পনা চৌধুরী, সূর্য্যরে হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম প্রমুখ।
এর আগে বাগবাড়ী মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্র শিক্ষক অভিভাবকদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রামীন ঐহিত্য তুলে ধরে বিভিন্ন শিক্ষা উপকরন নিয়ে একটি শিক্ষা মেলার আয়োজন করা হয়।
সংবাদটি শেয়ার করুন