২৭শে জানুয়ারি ২০২১ ইং | ১৩ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন ,বাংলাদেশের ছাত্র আন্দোলন এখন ক্ষমতার সাথে সংযুক্তি ও ক্ষমতার প্রত্যাশার তাড়না থেকে পরিচালিত হচ্ছে। রাজনীতির দুর্নীতি দুর্বৃত্তায়ন ও সম্প্রদায়িকতার ধারাও একারণে প্রতিচালিত হচ্ছে ছাত্র রাজনীতি ও সংগঠনে। করোনার কারণে বিশ^বিদ্যালয়সমূহ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। অনলাইন শিক্ষার্থী। ডিজিলাইশেনের সুবিধা যেমন পাওয়া যাচ্ছে তেমনিভাবে ঐ সুবিধা গ্রহণে বঞ্চিত শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। চরম বৈষম্যের শিকার হচ্ছে। এ নিয়ে ছাত্র সংগঠনসমূহের কথা নাই। ছাত্র সংগঠনগুলোকে সাধারণ ছাত্রদের প্রকৃত নেতৃত্ব দিতে হলে রাজনৈতিক দলের লেজুড়বৃত্ততা ছাড়তে হবে। স্বাধীন সংগঠন হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে হবে। তা’হলেই ছাত্র আন্দোলন তার অতীত ঐহিয্য পুনরুদ্ধার করতে পারবে।
আজ বাংলাদেশ ছাত্র মৈত্রীর ঢাকা মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। বাংলাদেশ ছাত্র মৈত্রী ঢাকা মহানগর সভাপতি ইয়েতুন্নেসা রুমার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি ওয়ার্কার্স পার্টি, ঢাকা মহানগরের সভাপতি কমরেড আবুল হোসাইন, উদ্বোধক, বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি, ফারুক আহমেদ রুবেল, বাংলাদেশ ছাত্র মৈত্রী, কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক, কাজী আব্দুল মোতালেব জুয়েল, সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র মৈত্রী ঢাকা মহানগর সাধারণ সম্পাদক তানভীন আহমেদ প্রমুখ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766