ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে কলেজ ছাত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে প্রকাশ ও উত্ত্যক্তের ঘটনায় জুয়েল মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
সে উপজেলার উছমানপুর ইউপির পশ্চিম পাচপাড়া গ্রামের তাজ উল্লার ছেলে।
জানা যায়, উপজেলার তাজপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে কলেজে আসা যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল তাঁরই চাচাতো ভাই জুয়েল।
গত ২৯ জানুয়ারি জুয়েল ওই ছাত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে প্রকাশ করলে এর পর থেকে কলেজে যাওয়া বন্ধ করে দেয় সে। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে শনিবার রাতে ওসমানীনগর থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি (মামলা নং-০৯) দায়ের করেন ছাত্রীর পিতা। এই মামলার প্রেক্ষিতে রোববার সকালে পুলিশ জুয়েলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী বলেন, ছাত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে প্রকাশ করায় ছাত্রীর পিতার দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি আইনের মামলায় জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com