ঢাকা ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


ছাত্রী ধর্ষণের দায়ে পরিমলের যাবজ্জীবন

abdul
প্রকাশিত নভেম্বর ২৫, ২০১৫, ০৮:৪৩ পূর্বাহ্ণ
ছাত্রী ধর্ষণের দায়ে পরিমলের যাবজ্জীবন

এসবিএন ডেস্ক: রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষক পরিমল জয়ধরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ বুধবার মামলা হওয়ার চার বছর পর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. সালেহ উদ্দিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা দিবা শাখার দশম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই ছাত্রীর বাবা ২০১১ সালের ৫ জুলাই রাজধানীর বাড্ডা থানায় মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ২০১১ সালের ২৮ মে ধর্ষণ করে পরিমল।

এ সময় ওই ছাত্রীর নগ্নদৃশ্য মোবাইল ফোনে ভিডিও করা হয়। পরে তাকে ব্ল্যাকমেইল করে ১৭ জুনও ধর্ষণ করা হয়।

মামলার পর ২০১১ সালের ৬ জুলাই কেরাণীগঞ্জে পরিমলের স্ত্রীর বড় বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930