২৫শে জানুয়ারি ২০২১ ইং | ১১ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৫
এসবিএন ডেস্ক:
সিলেট নগরীতে এক নারীর টাকা ছিনতাই করে পালিয়ে যাবার সময় আটক পুলিশ কনস্টেবল শরীফ রানার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুর ১২টায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্র্রেট প্রথম আদালতের বিচারক সাহেদুল করিম শুনানি শেষে রিমান্ড মুঞ্জর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিলেট আদালতের সিনিয়র সহকারি কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ চৌধুরী মানবকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন।
গত সোমবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় ছিনতাইয়ের শিকার তামান্না আক্তার কলি বাদী হয়ে পুলিশ কনস্টেবল শরীফ রানাসহ দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, গত সোমবার বেলা দেড়টার দিকে সিলেট নগরীর বারুতখানা এলাকা থেকে ওই নারীর কাছ থেকে দুই লাখ টাকা ছিনতাইকালে শরীফ রানাকে ধরে পুলিশে দেয় জনতা।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766