ছেঁড়াখোঁড়া পরিত্রাণ

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩

ছেঁড়াখোঁড়া পরিত্রাণ
হাসিদা মুন

গল্পগুলো বাইচের পাল্লায় শেষ হয়ে যায়
বিহ্বল চেয়ে থাকে অথৈ মুদ্রা
নাচে বাতাসে নির্জলা পক্ষপাত
পান্থ বিস্ময়বিমূঢ় …

কদাপি বন্য জীবনাঙ্গন থেকে নামে
দুর্দশার আকাঙ্ক্ষা
দেহের ভাঁজে ভাঁজে বাজায় স্মৃতির কাতর ধ্বনি
প্রকৃতির সেরা সৌন্দর্য পাশুটে সবুজ ধূসর হয়
পার্থিব স্বপ্নবিলাসী প্রেমে কাঁদে নিখুঁত ক্রন্দন …

বাহিত দ্বীপের মত যৌনতা খলবলায়
মনের কুঠুরীতে ঝিমায় শয়তান
রঙ্গমঞ্চের তালোয়ার শোনায় যুদ্ধের ফিলোসফি
বিষ ভুলে যায় মৃত শঙ্খচূড় …

মাটির কার্নিশে কিন্নর ছায়ায় –
কালো সিংহাসনের আশ
স্বর্গকে গোর দিয়ে
নরকের রগরগে আইন পাশ
এর ভিতরেই মানব জনম রে বন্ধু !
ছেঁড়াখোঁড়া পরিত্রাণে – হামেশা ঊর্ধ্বশ্বাস ….