স্মৃতি রানী দে
আকাশ অফিসের কাজ করে রাস্তায় বের হতেই সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলো। অমাবস্যার রাত থাকায় চারদিক পূর্মিমার আলোয় সবকিছু পরিস্কার হয়ে আছে। রাস্তায় কোন গাড়ি দেখতে না পেয়ে হাটতে শুরু করলো। বাসায় যাওয়ার আগে একটা জঙ্গলের ভিতর কিসের শব্দ শুনে এগিয়ে যেতেই দেখলো একটা মহিলা মাটিতে পড়ে আছে আর পাশে একটা ছুড়ি । আকাশ প্রথমে একটু ভয় পেলো তারপর একটু সাহস করে ঐ মহিলাটির হাতের পালস দেখে বুজতে পারলো মহিলাটি আর বেঁচে নেই। মহিলাটির হাতে একটা হিরের আংটি। আকাশ লোভ সামলাতে না পেরে আংটি খোলার চেষ্টা করলো কিন্তু আংটি খুলছে না দেখে ছুড়ি দিয়ে আঙুল কেটে আংটিটা নিয়ে চলে গেলো।
এক বছর পর ঠিক এমনই এক অমাবস্যার রাতে বাসায় ফিরে দেখে একটা মহিলা বাসার নিচে বসে কাঁদছে। আকাশ দেখলো এক বছর আগের জঙগলে দেখা সেই মহিলা। মহিলাটি আকাশকে বললো এক গ্লাস পানি খাবে। আকাশ ভিতর থেকে পানি নিয়ে এগিয়ে মহিলাটির দিকে ধরতেই দেখলো মহিলাটির হাতের একটা আঙ্গুল নেই। আকাশ মুচকি হেসে বললো তোমার একটা আঙুল কোথায়? মহিলাটি চিৎকার করে বললো তুই ই তো কেটেছিস,,,,,, আকাশও ঘেমে ঘেমে ঘুম থেকে উঠলো আর বুজতে পারলো এটা তাঁর স্বপ্ন ছিলো।।।
স্মৃতি রানী দে
প্রধান শিক্ষক।
সংবাদটি শেয়ার করুন