ছোট ছেলের কবরের পাশে কান্নায় ভেঙে পড়লেন খালেদা জিয়া

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৬

ছোট ছেলের কবরের পাশে কান্নায় ভেঙে পড়লেন খালেদা জিয়া

এসবিএন ডেস্ক: ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরের পাশে মোনাজাত ও দোয়া করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় তিনি ছোট ছেলের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন।

রোববার দুপুর ২টায় সাবেক প্রধানমন্ত্রী রাজধানীর বনানীতে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে যান।

আরাফাত রহমানের কবরের পাশে খালেদা জিয়া ৪০ থেকে ৪৫ মিনিট অবস্থান করেন। এ সময় ফাতেহা পাঠ ও দোয়া করেন তিনি।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান জানান, মোনাজাতে অংশ নেন প্রয়াত আরাফাত রহমানের শ্বশুর-শাশুড়ি, খালেদা জিয়ার ছোট বোন, ভাইয়ের ছেলে, ভাগ্নে, মহিলা দলের নেতাকর্মীরা।

কবর জিয়ারতে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি আবদুল মালেক।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ও কার্যালয়ে দোয়া মাহফিল, কোরআর শরিফ পাঠের আয়োজন করা হয়।

গত বছরের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান। ওই দিন বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় মালয়েশিয়ার ন্যাশনাল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

পরে ২৮ জানুয়ারি আরাফাত রহমানের মরদেহ দেশে আনা হয়। ওই দিনই বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

লাইভ রেডিও

Calendar

November 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930