৮ই মার্চ ২০২১ ইং | ২৩শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১
শাহাদত বখ্ত শাহেদ
জয় মুজিবুর জয়
তোমার জন্যে
লাখো মুজিব
তোমার কথা কয়।
জয় মুজিবুর জয়
সাত-ই মার্চে
তোমার ভাষণ
ছিনিয়ে আনে জয়।
জয় মুজিবুর জয়
তোমার মৃত্যু
বীরের খাতায়
স্বর্ণাক্ষরে রয়।
জয় মুজিবুর জয়
ইতিহাসের
পাতায় পাতায়
জয় তোমার-ই জয়।।
শেখ হাসিনা!
মুজিবকন্য শেখ হাসিনা
প্রধানমন্ত্রী যিনি,
মধ্যম আয়ের দেশ বানিয়ে
সুনাম কাড়েন তিনি।
ডিজিটেলের স্বপ্নদ্রষ্টা
স্বভাব স্নেহময়ী,
রোহিঙ্গাদের বুকে দিয়ে
হলেন শান্তিময়ী।
সোনার এদেশ এগিয়ে নিতে
ভীষণ গণতন্ত্রী,
তার নেতৃত্বে চলছে সবাই
সফল প্রধানমন্ত্রী।
শেখ রাসেল!
ছোট্ট বাবু রাসেল মনি
সবার ছিলে প্রিয়,
আজ তোমাকে মনে পড়ে
আমার প্রীতি নিও।
তুমি ছিলে শেখ মুজিবের
ছোট্ট প্রিয় ছেলে,
ভাই বোনরা আদর দিতো
তোমায় কাছে পেলে।
মা’য়ের ছিলে সোনা মানিক
বুকের গুপ্ত ধন,
কোলে পিটে থাকতে তুমি
আদরে সারাক্ষণ।
পচাত্তরের পনের আগস্ট
বিভৎস এক রাত,
কী ভয়ানক ছিল সে দিন
যম পোষাকির হাত।
যে খুনিরা গুলি চালায়
তোমার অবুঝ বুকে,
সেই খুনিদের ঘৃনা করি
আমরা যুগে যুগে।
রাসেল তুমি সুখে থাকো
বেহেশতে থাকো ভাই,
আজ স্বদেশের সব জনতা
এই দোয়াটা চাই।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766