১২ই এপ্রিল ২০২১ ইং | ২৯শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০১৭
সন্তানসম্ভবার জন্য কাজ থেকে ছুটি নিয়েছেন বলিউড অভিনেত্রী এষা দেওল। তবে কাজ থেকে বিরতি নিলেও সেলিব্রেশন থেকে কোনও বিরতি নেই তার। এরই মাঝে রাখি উৎসবে শ্বশুরবাড়িতে ছ’জন দেবরের সঙ্গে রাখি সেলিব্রেট করেছেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন এষার স্বামী ভরত তখতানিও।
গত সোমবার ছ’জন দেবরের হাতে রাখি বেঁধেছেন এষা। সঙ্গে ছিল জমাটি আড্ডাও। এষার কথায়, ভরতের ছোট ভাইদের সঙ্গে রাখি সেলিব্রেট করলাম। বড় বউদির মতোই সামলেছি সব কিছু। ঠিক যেন ‘সত্তে পে সত্তা’র ভাইদের মতো। আসলে আমরা ঠিক এমনই।
আর কয়েক দিন পরেই মা হবেন এষা।
এই মুহূর্তে এনজয় করছেন প্রি-মাদারহুড। তার মাঝেই রাখি সেলিব্রেশনে পরিবারের সকলের সঙ্গে সময় কাটালেন এষা ও ভরত।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766