২০শে মে ২০২২ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৫
এসবিএন ডেস্ক:
বিভিন্ন পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া লিমিটেড। পদগুলো হলো এভিপি বা এফএভিপি (হেড অব ইসলামিক উইন্ডো), এভিপি বা এফএভিপি (ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ট্রেড), অফিসার বা সিনিয়র অফিসার (ইসলামিক উইন্ডো), অফিসার বা সিনিয়র অফিসার (ইনভেস্টমেন্ট ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন), জুনিয়র অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অফিসার (জিবি ইনচার্জ), অফিসার বা জুনিয়র অফিসার (আইটি সাপোর্ট) এবং অফিসার বা জুনিয়র অফিসার (কাস্টমার সার্ভিস)। প্রয়োজনীয় কাগজপত্রসহ আগ্রহী প্রার্থীদের ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখের মধ্যে ‘হেড অব হিউম্যান রিসোর্স, ব্যাংক এশিয়া লিমিটেড, করপোরেট অফিস, র্যাংগস টাওয়ার, ৬৮ পুরানা পল্টন, মতিঝিল, ঢাকা-১০০০’ ঠিকানায় আবেদন করতে বলা হয়েছে।
সাউথইস্ট ব্যাংক লিমিটেড
সাউথইস্ট ব্যাংক লিমিটেডে ট্রেইনি অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। এমবিএ, এমবিএম বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে। এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তরের একটিতে সিজিপিএ ৩ এবং অন্যটিতে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ থাকতে হবে। ৩০ নভেম্বর ২০১৫ তারিখে আবেদনকারীর বয়স ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত গ্রহণহণযোগ্য। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন সাউথইস্ট ব্যাংকেরww .southeastbank.com.bd-ওয়েবসাইটের মাধ্যমে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড
প্রবেশনারি অফিসার পদে নিয়োগ দেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ২২ থেকে ৩০ বছর বয়সী আগ্রহীরা আগামী ১৭ ডিসেম্বর ২০১৫ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই এমবিএ বা এমবিএমসহ স্নাতক পাস এবং শিক্ষাজীবনে ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ওয়েবসাইটww w.fsiblbd.com/career ঠিকানায় আবেদন করতে পারবেন।
আইএফআইসি ব্যাংক
আইএফআইসি ব্যাংকে ডাইরেক্ট সেলস এক্সিকিউটিভ ফর অ্যাসেট (হোম লোন) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, কিন্তু ফলাফল এখনো প্রকাশিত হয়নি, এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ৩০ বছরের নিচে হতে হবে। ৬ জানুয়ারি ২০১৬ তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন edibd2014@gmail.com ই-মেইলে।
ইস্টার্ন ব্যাংক লিমিটেড
সেলস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক। যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা সেলস এক্সিকিউটিভ পদে আবেদন করতে পারলেও ব্যবসায় বিভাগ থেকে স্নাতক পাসকৃতরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ebl.com.bd/career A_ev ebl.bdjobs.com/?Section=Login ঠিকানায় আগামী ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত।
এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড
এনআরবি গ্লোবাল ব্যাংকে কাস্টমার কল সেন্টারের ইনচার্জ পদে লোক নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম বিএসসি বা এমবিএ বা স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীকে পাঁচ বছর কোনো ব্যাংকের কার্ড সেকশনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেনww w.nrbglobalbank.com এ গিয়ে। এ ছাড়া খন্দকার টাওয়ার, ৯৪, গুলশান অ্যাভিনিউ, গুলশান ১, ঢাকা-১২১২ ঠিকানায় নিজের ছবিসহ জীবনবৃত্তান্ত পাঠিয়েও আবেদন করা যাবে। ১৪ ডিসেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।
Editor in Chief
Contact: 017111-66826
National Desk In-charge
ᴍᴅ. ꜱʜᴀꜰɪqᴜʟ ɪꜱʟᴀᴍ ᴀᴢᴀᴅ ᴋʜᴀɴ
Contact: 01712805804
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com