এসবিএন ডেস্ক:
বাংলাদেশ সরকারের জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ ছয়টি সচিব পদে রদ-বদল আনা হয়েছে।
রোববার জনপ্রসাশন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর মধ্যে শিক্ষাসচিব করা হয়েছে সোহরাব হোসাইনকে, ভূমিসচিব করা হয়েছে মেছবাহ-উল আলমকে। এর আগে সোহরাব হোসাইন বিসিএস (প্রশাসন) একাডেমির রেক্টর এবং মেছবাহ-উল আলম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
এছাড়া ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. মো. আব্দুর রব হাওলাদারকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্য হুমায়ুন খালিদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে দেয়া হয়েছে।
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে মহাপরিচালক এন এম জিয়াউল আলমকে মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) পদে দেয়া হয়েছে।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরীকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com