ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে ইসকন সিলেটের কর্মসূচি

redtimes.com,bd
প্রকাশিত মে ২২, ২০২৩, ০৮:০৬ অপরাহ্ণ
জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে ইসকন সিলেটের কর্মসূচি

 

শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে ৯ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

প্রথম রথযাত্রা ২০ জুন মঙ্গলবার ও উল্টো রথযাত্রা ২৮ জুন বুধবার অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৪ জুন রবিবার সকাল ১০টায় শ্রীশ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা মহোৎসব।

১৯ জুন সোমবার সকাল ১০টায় গুণ্ডিচা মন্দির মার্জন।

২০ জুন মঙ্গলবার দুপুর ১২টায় আলোচনাসভা, সাড়ে ১২টায় মহাভোগরাগ, বেলা ২টায় মহাপ্রসাদ বিতরণ, বেলা ৩টায় শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা যুগলটিলা ইসকন মন্দির থেকে শুরু হবে, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত সাড়ে ৭টায় ভজন সঙ্গীতানুষ্ঠান।

২১ জুন বুধবার দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, বিকেল ৪টায় ভজন কীর্ত্তন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈদিক নাটক ‘গৃহে বসে কৃষ্ণসাধন’।

২২ জুন বৃহস্পতিবার দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, বিকেল ৫টায় ভজন কীর্ত্তন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত সাড়ে ৮টায় ম্যাগাজিন অনুষ্ঠান।

২৩ জুন শুক্রবার দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, বিকেল ৪টায় ভজন কীর্ত্তন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৯টায় নামহট্ট বিনোদন ‘আনন্দ ধারা’।

২৪ জুন শনিবার ‘হেরা পঞ্চমী’, দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, বিকেল ৪টায় সেমিনার, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘অধ্যাত্ম্য-দীপম্’।

২৫ জুন রবিবার দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, বিকেল ৪টায় ভজন কীর্ত্তন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈদিক নাটক।

২৬ জুন সোমবার দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৭ জুন মঙ্গলবার দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, বিকেল ৫টায় ভজন ও কীর্ত্তন মেলা, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত সাড়ে ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈদিক নাটক।

২৮ জুন বুধবার বেলা ১২টায় আলোচনাসভা, বেলা ৩টায় শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য উল্টো রথযাত্রা যুগলটিলা ইসকন মন্দির থেকে শুরু হবে, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইসকন আনন্দ ধারা’।

শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে ৯ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 

-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031