৫ই মার্চ ২০২১ ইং | ২০শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৭
সিলেট মিডিয়া : জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ২দিনব্যাপী ৩৬ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টান সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্টানের সমাপ্ত হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন। সহকারী শিক্ষক মোহাম্মদ তাজ উদ্দিন ও ক্রীড়া শিক্ষক রাসেল মিয়ার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান, মিডিয়া ব্যক্তিত্ব ও সাবেক প্রধান শিক্ষক ইকবাল হোসেন আনা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বী যুক্তরাজ্য প্রবাসি হাজী আব্দাল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আছকির খান, পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ইরা মিয়া, সমাজ সেবক আবুল মহসিন হিরা মিয়া, সাবেক পৌর কমিশনার আব্দুল লতিফ, প্রধান শিক্ষক আব্দুজ জাহের, প্রাক্তন ছাত্র এম এ কয়েস, যুক্তরাজ্য প্রবাসি হাজী ছানাওর মিয়া, পরিচালনা কমিটির সদস্য আব্দুল ওয়াহীদ, এম এম সোহেল, আফিজ উল্লাহ, নান্টু আচার্য, সুনাইম খান, মহিলা সদস্য হাফছা বেগম, পরিচালনা কমিটির সাবেক শিক্ষানুরাগী সদস্য শাহীনুর রহমান, সমাজ সেবক হরুপ মিয়া, সহকারী প্রধান শিক্ষক আব্বাস আলী, সিনিয়র শিক্ষক নারায়ণ চন্দ্র পাল ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
শনিবার ২দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিদ্যালয়ের সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মাওলানা জালাল উদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুজ জাহের, যুক্তরাজ্য প্রবাসি ও সমাজ সেবক আবু তাহিদ, পরিচালনা কমিটির সদস্য এম এম সোহেল। পরে প্রধান অতিথি ও পরিচালনা কমিটির সভাপতি জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়া অনুষ্টান উদ্বোধন ঘোষণা করেন।
সমাপনী দিনে ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766