আমিনুল ইসলাম
জঙলের কাঠগড়ায় আসামী মহিষ--
চারপায়ে বেড়ি
তার নামে
জঙ্গলের শান্তি বিনষ্টির অভিযোগ ।
‘মহামান্য আদালত,
বাঘ আসে--তাই ...
বিশ্বাস করুন--
আমরা কিন্তু শান্তির পক্ষে।’
‘না, না, এটা কোনো কথা নয়,
বনের প্রশান্তি- মানে বনের সভ্যতা
আর তাকে রক্ষা করা
আদালতের পবিত্র কর্তব্য।’
‘আচ্ছা ভাই, সাক্ষী কি শেয়াল?’
‘হাঁ। আর আইনজীবী--নেকড়ে মহাশয়।’
অতএব চলছে বিচার--
জঙলের আদালতে-,
পায়ে বেড়ি আসামী মহিষ!
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com