তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশের জঙ্গি-সন্ত্রাসীরা পিছু হটলেও এখনো হাল ছাড়েনি। শিক্ষক এবং জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর চালানো আক্রমণ সেটিই প্রমাণ করেছে।
জঙ্গি-সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে ।
রোববার দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখার পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এই আক্রমণ এটাই প্রমাণ করল যে তারা এখনো চক্রান্ত করেই যাচ্ছে। সুতরাং জঙ্গি-সন্ত্রাসীদের প্রশ্নে ও তাদের পৃষ্ঠপোষকদের প্রশ্নে কোনো ছাড় দেয়া যায় না।’
সংবাদটি শেয়ার করুন