৭ ই মার্চ কোন জনসমাবেশ ছিল না । সেটা ছিল জনসমুদ্র । আর সেই জনসমুদ্রে সেদিন গর্জন করেছিলেন বঙ্গবন্ধু । এই ভাষণের পথ ধরেই এসেছে আমাদের স্বাধীনতা । এ ভাবেই রেডটিভিতে ৭ ই মার্চের ভাষণ নিয়ে আলোচনা শুরু করেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস উল ইসলাম ।
তাঁর সঙ্গে আলোচনায় অংশ নেন রেডটাইমসের সম্পাদক সৌমিত্র দেব ।অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সুমন দে ।
শামস উল ইসলাম বলেন এই ভাষণ সারা পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিদেশী গণমাধ্যমে এই ভাষণের কারণেই আমাদের জাতির পিতাকে "পোয়েট অব পলিটিক্স " নামে অভিহিত করা হয় । এই ভাষণ শুনলে এখনো আমার গা শিউরে ওঠে । এটা আজ বিশ্ব ঐতিহ্যে স্থান করে নিয়েছে ।
সৌমিত্র দেব বলেন , ৭ ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু বাংলাদেশের রূপরেখাও তুলে ধরেছেন ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com