![](https://www.redtimes.com.bd/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
রিপন শান
ডা. আব্দুন নূর তুষার বিটিভির একসময়ের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’ এর নন্দিত উপস্থাপক। আজকের এই দিনে তিনি জন্ম নিয়ছেন ঢাকাতেই । পড়াশোনা করেছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজে এবং ঢাকা মেডিক্যাল কলেজে। চাকুরি করেছেন হাইপারটেনশন সেন্টার, ইউ এস এইড এর বেসিকস প্রকল্পে এবং পরে সরকারি চাকুরি করেছেন কিছুদিন। মানসিক চিকিৎসায় উচ্চতর শিক্ষাকালীন সরকারি চাকুরির জটিলতায় বিরক্ত হয়ে চাকুরি ছেড়ে টেলিভিশন অনুষ্ঠান নির্মান ও উপস্থাপনা করেছেন। গড়ে তুলেছেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। মাস্টার্স করেছেন পাবলিক হেলথে। কর্মরত আছেন নিজেরই একটি প্রতিষ্ঠান ‘গতি মিডিয়া লিমিটেড’ এ প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে।
উপস্থাপনায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন আব্দুন নূর তুষার । তৈরি করেছেন একাধিক জনপ্রিয় অনুষ্ঠান। বাউবি ১২, শুভেচ্ছা, হরলিক্স জিনিয়াস বাংলাদেশ ও জিনিয়াস পরিবার, ইউ গট দ্য লুক, সময়ের কথা, ক্রিকেট ক্রিকেট এবং রোড টু ডেমোক্রেসি ইত্যাদি জনপ্রিয়তার শীর্ষে থাকা অনুষ্ঠানগুলির অন্যতম ছিল। তিনি নিজের হাতে ১৯৯১ সালে গড়ে তোলা বিতার্কিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের বর্তমান সভাপতি, দাতব্য চিকিৎসা প্রতিষ্ঠান বাংলাদেশ সোসাইটি অব হাইপারটেনশনের মহাসচিব, এবং প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পরিষদের সভাপতি। সমাজসেবার স্বীকৃতি হিসেবে তিনি রোটারী ইন্টারন্যাশনালের একজন পল হ্যারিস ফেলো।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে কাজ করেন ১৯৮৪ সাল থেকে। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে আছে দেহঘড়ি, রিশা, ছয় নম্বর ক্রোমোজোম ও এই বুকে ফেসবুকে। নানা বিষয়ে পত্রিকাতে লেখেন প্রায় সতেরো বছরের অধিক। তাঁর জন্য রইল শুভ কামনা আজকের এই বিশেষ দিনে ।
সংবাদটি শেয়ার করুন