জয় হোক “পেন্ডুলাম”এর

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, মে ২২, ২০২৩

জয় হোক “পেন্ডুলাম”এর

 

শিরীন বকুল

আমরা তিনজনই থিয়েটারের মানুষ! থিয়েটারের সাথে আমরা তিনজনই জড়িয়ে আছি প্রায় তিন যুগ সময় ধরে।

তিনজনের কাজের ধারা তিনরকমের ছিল! তার কারণ আমরা ভিন্ন ভিন্ন থিয়েটার দলে কাজ করেছি। তবে একটি জায়গায় আমরা অভিন্ন! তা হচ্ছে থিয়েটারের প্রতি আমাদের কমিটমেন্ট! আমাদের সততা!এবং ভালোবাসা! এর ভিত্তিতেই দেশ ছেড়ে, এই নিউইয়র্ক শহরে বসবাস করে, নানা প্রতিকূলতার বাঁধা পার করে, আজ তিনজন একসাথে মন্চে দাঁড়াতে যাচ্ছি! কেমন হবে তার চেয়ে বড় কথা একটি ভালো কাজের প্রচেষ্টা বা শুরু করা।
কাজটি করতে গিয়ে দেশে বিদেশে সবার যেরকম সহযোগিতা ভালোবাসা উৎসাহ এবং প্রেরণা পেয়েছি তাতে অভিভূত আমরা!

 

 

প্রথম কৃতজ্ঞতা নাট্যকার মাসুম রেজার কাছে, তার কোন পান্ডুলিপিতে আমার এই প্রথম কাজ! কৃতজ্ঞতা খাইরুল ইসলাম পাখির কাছে এই প্রথম একই মন্চ ভাগ করে নিচ্ছি দুজন এবং তাঁর নির্দেশনায় কাজ করার সুযোগটি আমায় দিয়েছেন। কৃষ্টির কর্ণধার সীতেশধর, যিনি দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের মন্চে কাজ করছেন অভিনয় এবং পরিচালনার মধ্য দিয়ে, শুধু তাই নয় এই গুনী মানুষটি এখানকার মূলধারার থিয়েটারের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত নিয়মিত অভিনয় করছেন সেখানে! তাঁর কাছেও আমার অনেক কৃতজ্ঞতা তাঁর সংগঠন কৃষ্টির সংগে আমাকে যুক্ত করার জন্য! সর্বপরি উত্তরআমেরিকার সব দর্শকদের প্রতি আমার কৃতজ্ঞতা যারা আমাদের নাটকটি আজ এবং আগামীকাল দেখতে আসছেন! আপনাদের উপস্থিতি আমাদের প্রেরণা! জয় হোক মন্চ নাটকের! জয় হোক “পেন্ডুলাম”এর

 

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

June 2023
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930