জরিপের নামে লাখ লাখ টাকা আদায় পীরগঞ্জে ভূমি জরিপ অফিসের দুই কর্মচারী  বরখাস্ত

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, মে ৩০, ২০২৩

জরিপের নামে লাখ লাখ টাকা আদায় পীরগঞ্জে ভূমি জরিপ অফিসের দুই কর্মচারী  বরখাস্ত
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ভূমি জরিপের নামে লাখ লাখ টাকা আদায় করার অপরাধে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভুমি জরিপ অফিসের দুই কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার দুপুরে দিনাজপুর জোনাল ভূমি জরিপ কর্মকর্তা শামছুল আজম তাদের বরখাস্তের নির্দেশ দেন। বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন, পীরগঞ্জ ভূমি জরিপ অফিসের সর্দার আমিন গোলজার হোসেন ও বদর আমিন আবু সাঈদ সুবক্তগীন।
পীরগঞ্জ পৌরসভার কাউন্সিলর মাহফুজ আলম জানান, চলমান ভূমি জরিপ কার্যক্রমের আওতায় ভাকুড়া মৌজায় ভূমি জরিপের নামে বিভিন্ন কৌশলে উপজেলা পীরগঞ্জ ভূমি জরিপ অফিসের ওই দুই কর্মচারী সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা আদায় করে। টাকা নেয়ার পরও অনেককে জরিপের কাগজ না দেয়ায় শনিবার রাতে এলাকার লোকজন ওই দুই কর্মচারীকে ভাকুড়া এলাকায় আটক করে।
পরে উপজেলা ভূমি জরিপ অফিসের উপ-সহকারী কর্মকর্তা ফয়েজ আহমেদ সেখানে গেলে জনতা তাকেও ঘেড়াও করে। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ রাতে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ খবর জানতে পেরে সোমবার দিনাজপুর জোনাল ভূমি জরিপ কর্মকর্তা শামছুল আজম উপজেলা ভূমি অফিসে আসেন এবং ভূক্তভোগীদের কাছ থেকে ঘটনার সম্পর্কে জানেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম উপস্থিত ছিলেন। ভূমি জরিপের নামে লাখ লাখ টাকা আদায় করার সত্যতা পেলে তাদের বরখাস্তের নির্দেশ দেন। তাৎক্ষণিক উপজেলা সহকারি ভূমি জরিপ কর্মকর্তা মানসুর আলী তাদের কে বরখাস্ত করে চিঠি দিয়ে উর্দ্ধতন কর্মকর্তাকে জানান।
উপজেলা সহকারি ভূমি জরিপ কর্মকর্তা মানসুর আলী জানান, ভূমি জরিপের নামে টাকা আদায় করার অপরাধে পীরগঞ্জ ভুমি জরিপ অফিসের দুই কর্মচারীকে বরখাস্ত করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির জানান, ভূমি জরিপের নাম করে টাকা নেয়ায় দুই কর্মচারীকে আটক করে রাখেন ভূক্তভোগীরা। পরে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের বরখাস্ত করা হয়েছে।

লাইভ রেডিও

Calendar

October 2023
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031