সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম জন্মদিন।
এ-উপলক্ষ্যে আজ শুক্রবার সকালে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ব্যারিস্টার ড. তুরিন আফরোজ এর নেতৃত্বে হাজার,হাজার নারীদের অংশ গ্রহণে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যারিস্টার ড. তুরিন আফরোজ।
পথসভা শেষে পুনরায় স্কুল মাঠে গিয়ে উপস্থিত সকল নারীদের মাঝে খিচুরি বিতরণ করা হয়।