নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, পৌর সভার টিএনটি পাড়া এলাকার হরলাল চন্দ্রের ছেলে স্বপন চন্দ্র রায় (৩৫) ও উপজেলার কাঁঠালী ইউনিয়নের পূর্ব কাঁঠালী ডাঙ্গাপাড়া এলাকার আইনুল ইসলামের স্ত্রী লাইলী বেগম (৪০)।
জানা গেছে, সোমবার রাত ১১ টার দিকে নিজ ঘরে ফ্যান সিটিং করতে গিয়ে বিদ্যুতের মেইন তারে হাত পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় স্বপন চন্দ্র রায়।
অপর দিকে একই রাতে লাইলী বেগমের হাত ঘরের ভিতরে থাকা বিদ্যুতের ছেড়া তারে লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের দুই জনকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. এএইচএম রেজওয়ানুল কবীর।
সংবাদটি শেয়ার করুন