নীলফামারীর জলঢাকা পৌরসভার আগামী ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ৮১ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার ১শত ৮৫ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। ব্যয় ধরা হয়েছে ৮১ কোটি ৪২ লাখ ৮৫ হাজার টাকা। পৌরসভার অভ্যন্তরীণ উন্নয়নকে গুরুত্ব দিয়ে এই বাজেট ঘোষনা করেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু।
এ উপলক্ষে রোববার দুপুরে হোসেন মার্কেটের পাশে মেয়রের কার্যালয়ে পৌরসভার আয়োজনে আলোচনা সভায় আয়-ব্যয়ের হিসেব তুলে ধরে বাজেট পরবর্তী আলোচনা সভায় অংশ নেন তিনি। এসময় ১৫ লক্ষ ১৪ হাজার ১শত ৮৫ টাকা উদ্ধত্ত রেখে বাজেট ঘোষণা করেন মেয়র বাবলু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও প্যানেল মেয়র রঞ্জিত কুমার রায় প্রমুখ।
এছাড়াও সকল কাউন্সিলরবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ,ঠিকাদার ও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান।
জলঢাকা পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা গঠনে পৌরবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু।