
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মাহবুবর রহমান মনি”র সভাপতিত্বে এবং সদস্য সচিব শরিফুল ইসলাম প্রিন্স এর সঞ্চলনায় প্রেসক্লাব হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সফি, আবেদ আলী, আসাদুজ্জামান স্টালিন, মনিরুজ্জামান লেবু, মর্তুজা ইসলাম, মাহাদী হাসান মানিক, ছানোয়ার হোসেন বাদশা। এছাড়াও কার্যকারী সদস্য হাসানুর কাবীর মেহেদী, হাসানুজ্জামান সিদ্দিকী হাসান ও তাইজুল ইসলাম এতে বক্তব্য রাখেন ।
সভায় প্রেসক্লাবের সার্বিক উন্নয়নের পরিকল্পনা নিয়ে উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী শুক্রবার সন্ধায় আবারও এক আলোচনা সভার আহবান করা হয়।