৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৮
শেলী সেনগুপ্তা
জল ও আগুন যদি পাশাপাশি ডাকে
কী জবাব দাও?
আমি শুধু চেয়ে থাকি মাছের চোখে
এক একটা নির্জীব রাত চিবিয়ে খাই,
কামরাঙ্গা শাড়ি ছেড়ে
প্রেমরঙ্গে কেমন মানায়-
ভাবতে ভাবতে
ক্রমশ তলিয়ে যাই নিজের ভেতর।
গুহামানবের মতো আগুন জ্বালি
শরীরে শরীর ঘষে,
তারপর ধমনীর পথ চলি।
শেষ বিন্দুতে দাঁড়িয়ে বলি
নৈর্ব্যক্তিক কথকতা।
‘জল ও আগুন যদি পাশাপাশি ডাকে
জী জবাব দাও?
আমি শুধু ঘাড় গুঁজে মুখ রাখি
নিজের বুকে।
মুঠোবদ্ধ দু’হাতে থাকে
জল ও আগুন,
নিজের ভেতর ঘুরে বেড়ায়
নির্বিষ সাপের মতো।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766