১৭ই এপ্রিল ২০২১ ইং | ৪ঠা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৭
বিশিষ্ট লেখক প্রকৌশলী সরদার আমিন বলেন ,একটি জাতিকে ধ্বংস করতে তার বুদ্ধিজীবীদের আগে হত্যা করতে হয় । চিন্তাশীল লেখক বুদ্ধিজীবী ও সাংবাদিকদের ওপর সে কারণেই বারবার আঘাত নেমে আসে । তিনি আজ শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষে বিওএম এর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।তিনি আরো বলেন,কথা যত তিতাই লাগুক তা শাসককে সহ্য করতে হবে, তাহলেই প্রকৃত বুদ্ধি চর্চা হবে। এখন অনেকের সামান্য লেখায় ৫৭ ধারায় মামলা হয়, তাহলে বুদ্ধির চর্চা হবে কিভাবে? গ্রামগঞ্জে হুজুররা অনেকে অাপত্তিকর ওয়াজ করে, বঙ্গবন্ধুর ছবি রাখা হারাম বলে, নারী বিরোধিতা ওয়াজের প্রধান উপজীব্য, তাদের বিরুদ্ধে তো ৫৭ ধারা হয় না। এরকম পরিস্থিতি চলতে থাকলে জংগির চাষ অব্যাহত অব্যাহত রেখে জংগি দমন তেমন কাজ দেবে না। বনানীতে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিওএম এর সভাপতি ডক্টর আব্দুর রহিম খান পিপিএম ।সঞ্চালনা করেন বিওএম এর সাধারণ সম্পাদক সৌমিত্র দেব । আলোচনা করেন কবি আইরিন খান ,এ এফ এম লুতফুর রহমা্ন,সুমন দে ,জান্নাতুল ফেরদৌস , শবনম তানিয়া জেবি, মনিরুজ্জামান প্রমুখ । বক্তারা বলেন , একাত্তরে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী তাদের দোসরদের সহায়তায় এ দেশের যে মেধাবী সন্তানদের হত্যা করেছিল । আমরা তাদের ভুলিনি । কোন দিন ভুলবো না ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766