৪ঠা মার্চ ২০২১ ইং | ১৯শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০১৯
সৃজনশীল ছড়াকারদের পিভিসি প্রকাশনা “পক্ষিক ঢালপত্র” আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন পালন উপলক্ষে লেখা পাঠ ও আলোচনা অনুষ্ঠান গতকাল সন্ধ্যা ৭টায় জসিম বুক হাউস আম্বরখানায় অনুষ্ঠিত হয়।
ঢালপত্র সম্পাদক শাহাদত বখ্ত শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত লেখা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট নাট্যজন লন্ডন প্রবাসি নুসরত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট ছড়াকার সংগঠক অজিত রায় ভজন এবং নাট্যজন শাখাওয়াত আলী শাহী।
অতিথিরা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অতিথিরা বলেন সাতই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন আমাদের বিজয়ের দ্বারকে উম্মোচন করে দিয়েছিল। সেই মার্চের ভাষনের শক্তি থেকে আমরা বিজয় অর্জন করতে পেরেছি।
বর্তমান সময়ে রাজনীতির মান উন্নয়নের জন্য বঙ্গবন্ধুকে নিয়ে পড়াশুনা ও গবেষনার প্রয়োজন রয়েছে। তার আদর্শ উদ্দেশ্য সঠিক ভাবে পালন করলে দেশ একদিন উন্নতির দিকে এগিয়ে যাবে।
অতিথিরা বলেন নিজেদের মধ্যে সততা ও স্বচ্ছতা না থাকলে ভাল আদর্শবান রাজনীতিবিদ হওয়া যায়না। বর্তমান সময়ে দেশকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর মত দেশ প্রেম নিঃস্বার্থ ভাবে জনকল্যানকর কাজে নিজেদের নিয়োজিত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন জসিম উদ্দিন,আব্দুল হাদী সিয়াম প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে নিবেদিত ছড়াপাঠ করেন অজিত রায় ভজন,শাহাদত বখ্ত শাহেদ এবং আব্দুল কাদির জীবন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766