স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতিয় শোক দিবস উপলক্ষে স্থানীয় সরকার প্রকোশল অধিদপ্তর (এলজিইডি) সিলেটের উদ্যেগে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে সিলেট এলজিইডি কার্যালয়ের হলরুমে এ চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এর পূর্বে বেলা আড়াইটায় চিত্রাংকন প্রতিযোগীতার উদ্বোধন করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী এএসএম মহসিন।
চিত্রাংকন প্রতিযোগীতার বিচার হিসেবে ছিলেন সিলেট জেলা শিল্পকলা একাডেমির চারুকলার শিক্ষক বিজয় রায়, শিশু একাডেমির প্রশিক্ষক এনামুল হক এনাম। এসময় আরও উপস্থিত ছিলেন এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সাজ্জাদ কবির, সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান।
সংবাদটি শেয়ার করুন