৭ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৩
করতোয়া আর বাঙ্গালী,
যে নামেই ডাকিনা কেন, তুমি নদী,
তুমি নারী,
তুমি আমার নাড়িনক্ষত্র চিরকাল;
তুমি ছিলে এবং তুমি আছো,
অবারিত জ্যোৎস্নার ভেতর, রৌদ্রস্নাত চিলের
ডানায় উড়াল দাও, সন্ধ্যার নিমগ্ন যোগীর
কালেমার সুর মেখে লুটিয়ে পড়ো কবরখানায়,
আর মৌলভীর একামতের আর সুরা-কেরাতের ধ্বনিময় পালকের সুরে বৈরাগীর দহের পশ্চিমের শ্মশানের সিথানে;
হরিবোল আর আজানের সুরমাখা রক্তস্রোত,
মাখামাখি চলে দিনরাত আমার ভেতর, আমার
আর তোমার জন্মদাগ-মৃত্তিকাসঞ্জাত-পলল,
পূর্ণিমা-রাত;
তোমার জন্মের দাগ মুছে যাবার আগে,
হায়েনারা খুবলে খায় আমার হৃৎপিণ্ড,
ঘটায় রক্তপাত,
বিচ্ছিন্ন জনদ্বীপবাসী বাংলার জলপ্রপাত,
আমার অগ্ন্যুৎপাত;
গতকালের সাথে আজকের বিস্তর ব্যবধান,
করতোয়ার বুক আজো বহমান,
তোমার চেতনার পলিদ্বীপ,
বিশুষ্ক পদ্মার নাভিমূলছেঁড়া স্রোতোচ্ছ্বাস,
বাঙ্গালী তোমার প্রেম-কাম-ভাঙনের উল্লাস,
আমার স্বাধীনতা;
তুমি শুধু নাম পাল্টাও বুকের রক্তসুধায়,
গঙ্গা-পদ্মা-কীর্তিনাশার গতিময় ভাঙনের উল্লাস, পলিপ্রবাহের খেলা চলে দিনরাত,
বাংলা অক্ষরের ধ্বনিময় পালকের বিকাশ ব্রিটিশ-ভারত;
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com