রহমতউল্লাহ আশিক,রাজশাহী:
জাতীয় শিশু দিবস উপলক্ষে সসুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্পের আয়োজন করে ছোট্ট স্বপ্ন।
শনিবার ১৮ মার্চ সকাল ১০. ০০ টায় ছোট্ট স্বপ্নের স্কুল রাজশাহী মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ড তালাইমারি ফুলতলায় ফ্রি ডেন্টাল ক্যাম্প পেপসোডেন্ট ও সেনসেটিভ এক্সপার্ট পেপসোডেন্ট এর সার্বিক সহযোগীতায় ছোট্ট স্বপ্নের এ কার্যক্রম শুরু হয়।
ফ্রি ডেন্টাল ক্যাম্পের শুভ উদ্ভোদন করেন ছোট্ট স্বপ্নের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য সচিব ড. সুলতানা রাজিয়া।
চার জন ডেনস্টিটের উপস্থিতিতে সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত ফ্রি চিকিৎসা দেওয়া হয়। সুবিধা বঞ্চিত শিশুদের দাঁতের বিভিন্ন সমস্যা উল্লেখ করে দাঁতের যত্নবান হবার জন্য সু – পরামর্শ দেন ডাক্তাররা।
এছাড়াও শিক্ষার্থীদের, অভিভাবকদেরও ফ্রি দন্তের চিকিৎসা দেওয়া হয়। উক্ত আয়োজনে ১৫০ পরিবারকে ফ্রী চেক আপ সেবা প্রদান করা হয়।