ঢাকা ৯ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


জাতীয় বিজ্ঞান মেলায় আকিজ কলেজিয়েট স্কুলের প্রথম স্থান অর্জন

redtimes.com,bd
প্রকাশিত নভেম্বর ২২, ২০২২, ০৭:০৮ অপরাহ্ণ
জাতীয় বিজ্ঞান মেলায় আকিজ কলেজিয়েট স্কুলের প্রথম স্থান অর্জন

 

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যশোরের ঝিকরগাছায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ উপলক্ষে আলোচনা সভা, বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

শনিবার ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী এ অনুষ্ঠানে আকিজ কলেজিয়েট স্কুল অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

 

বিজ্ঞান প্রকল্প তৈরিতে স্কুল-কলেজ উভয় পর্যায়ে আকিজ কলেজিয়েট স্কুল প্রথম স্থান, বিজ্ঞান অলিম্পিয়াডে কলেজ পর্যায়ে প্রথম স্থান এবং বক্তৃতা প্রতিযোগীতায় কলেজ পর্যায়ে প্রথম ও ২য় স্থান অর্জন করেছে। ঝিকরগাছা উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃর্ফূত ভাবে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. নাসির উদ্দিন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুই দিন ব্যাপী এ অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথীরা।

 

অতিথিরা বলেন, উন্নত এবং আধুনিক বিশ্ব ও দেশ গঠনে বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। প্রযুক্তির ধারা অব্যাহত রাখতে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এসব অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা উদ্ভাবন বিষয়ে আগ্রহী হযে উঠবে এবং তাদের মাঝে প্রযুক্তির প্রসার ঘটবে।

 

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ অনুষ্ঠানে আকিজ কলেজিয়েট স্কুল অভাবনীয় সাফল্য অর্জন করায় প্রতিষ্ঠানের সভাপতি ডা. শেখ মহিউদ্দিন অংশগ্রহনকারী শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও অধ্যক্ষসহ প্রতিষ্ঠানের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930