এসবিএন ডেস্ক: বেতন কাঠামোয় ‘অসঙ্গতি’ নিরসনের দাবিতে কর্মবিরতিতে যাওয়া শিক্ষকদের আলোচনার জন্য ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মবিরতি সপ্তম দিনে যাওয়ার পর অচলাবস্থা কাটাতে শিক্ষক নেতাদের ডাকলেন প্রধানমন্ত্রী।
সোমবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করবেন বলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছেন।
শিক্ষকদের বেতন স্কেল ও গ্রেড-সমস্যা নিরসনের দাবিতে গত কয়েক মাস থেকে আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠনগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আলোচনার উদ্যোগের না নেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তারা।
সংবাদটি শেয়ার করুন