এসবিএন নিউজ: জাতীয় শ্রমিকলীগ সিলেট মহাগর শাখার উদ্যোগে নগরীর ৩নং ওয়ার্ড সম্মেলন ০৭ ফেব্রুয়ারী রোববার অনুষ্ঠিত হয়।
মহানগর যুগ্ম-আহ্বায়ক এম শাহরিয়ার কবির সেলিম এর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকারিয়া আহমদ টিপুর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রকৌশলী এজাজুল হক এজাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর শ্রমিকলীগের যুগ্ম-আহ্বায়ক মো. জাকারিয়া নাজমুল আলম রোমেন, ফরহাদ হোসেন, শেখ তোফায়েল আহমদ শেফুল, যুবলীগ নেতা পিংকু আব্দুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল কালম আজাদ লায়েক, মহানগর যুবলীগ নেতা শ্যামল সিংহ, শেখ আবুল হাসনাত বুলবুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রমিকলীগ নেতা ধ্রুব জ্যোতি দে, রাসেলুজ্জামান কয়েস আহমদ, ছাত্রলীগ নেতা আবিদ রহমান তপু, নাফিস শামস্, তিয়াশ, সিলেট মহানগর রিক্সা-ভ্যান শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান রাঙ্গা প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে নজরুল ইসলামকে সভাপতি, মো. মোশাহিদ আলীকে সাধারণ সম্পাদক, সঞ্জয় রায়কে যুগ্ম-সম্পাদক এবং শেখ মাসুক মিয়াকে সাংগঠনিক সম্পাদক ৫১ সদস্য বিশিষ্ট ৩নং ওয়ার্ড শ্রমিকলীগের কমিটি গঠন করা হয়।
সংবাদটি শেয়ার করুন