সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সিএমএইচে পৌঁছান প্রধানমন্ত্রী । আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ।
তিনি জানান, প্রধানমন্ত্রী প্রায় আধা ঘণ্টা চিকিৎসাধীন ড. মুহম্মদ জাফর ইকবালের পাশে সময় কাটান । প্রধানমন্ত্রী তার চিকিৎসারও খোঁজ-খবর নেন ।
মোহাম্মদ রেজা-উল করিম আরও জানান, ড. মুহম্মদ জাফর ইকবাল এখন ভালো আছেন।
শনিবার বিকেল ৫টার দিকে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার পর প্রাথমিকভাবে তাকে ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় । এখন তিনি ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। তিনি পুরোপুরি আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা ।
সংবাদটি শেয়ার করুন