ঢাকা ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


জাফলংয়ে পিয়াইন নদীতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

redtimes.com,bd
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০১৭, ১২:১৬ অপরাহ্ণ
জাফলংয়ে পিয়াইন নদীতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

শাহ আলম,গোয়াইনঘাট থেকে : সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীতে নিখোঁজের একদিন পর কলেজ ছাত্র সৌরভের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরীরা তার লাশ উদ্ধার করেন। নিহত ফয়সল হোসেন সৌরভ (২২) চট্টগ্রাম সরকরী সিটি কলেজের একাদ্বশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র ও চট্টগ্রামের ভাঙ্গা রেলওয়ে কলোনীর আম বাগান এলাকার বাসিন্দা সিরাজুল মাওলানার ছেলে। মঙ্গলবার দুপুরে জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নেমে ¯্রােতের টানে পানিতে ডুবে নিখোঁজ হয় সৌরভ। পুলিশ সূত্রে জানা গেছে নিহত সৌরভ ও তার তিন বন্ধু মিলে মঙ্গলবার সিলেটের জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরে জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় সৌরভ। এরপর থেকে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরাসহ স্থানীয় ডুবুরীরা চেষ্টা চালিয়ে গতকাল সকালে তার লাশ উদ্ধার করেন। গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়
নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল বলেন, যে কোন ধরনের দূর্ঘটনা এড়াতে পর্যটকদের সতর্ক করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাইনবোর্ড, ব্যানার টানানো সহ মাইকিং করে সার্বক্ষণিক প্রচারণা চালানো হচ্ছে। এছাড়াও পর্যটকদের নিরাপত্তায় পুলিশ, বিজিবি, আনসার বাহিনীসহ স্বেচ্ছাসেবক দলের কর্মীরাও নিয়োজিত রয়েছে। তারপরও অনাকাঙ্খিত ভাবে দু’জন পর্যটকের মৃত্যু হয়েছে। এজন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন নিজেরা একটু সতর্ক হলেই এ ধরনের দূর্ঘটনা এড়ানো সম্ভব। তাই তিনি জাফলংয়ে আগত পর্যটকদের প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930