ডা. আজাদ খান, জামালপুর জেলা প্রতিনিধিঃ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখা।
শনিবার ( ২২ জানুয়ারী) বিকেলে জামালপুর শহরের দড়িপাড়াস্থ কলিমুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক এম.এইচ. মজনু মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র সংগঠনের উপদেষ্টা জামালপুর জনস্বাস্থ্য বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সহিদ উল্যাহ, উপদেষ্টা ড. মনোয়ার হোসেন মুরাদ, এ. বি. এম মাকসুদুর রহমান সোহেল, ডাক্তার মাজহারুল ইসলাম, আমির উদ্দিন, মানবাধিকার কর্মী শাহ্ মো: খলিলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক শামিউল হাসান।
সার্বিক পরিচালনায় ছিলেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন শাকিল ও যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক খান।