জামায়াতের হরতালে সাড়া নেই

প্রকাশিত: ৫:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০১৬

জামায়াতের হরতালে সাড়া নেই

এসবিএন ডেস্কঃ সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম ‘বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে` সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা জামায়াতের হরতাল চলছে।

রোববার  বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপিতে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

হরতাল ডাকলেও রাজধানীর কোথাও জামায়াতের পিকেটারদের সক্রিয় দেখা যায়নি। এ হরতালে সাড়া নেই বললেই চলে। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

রাজধানীর সায়েদাবাদ, মতিঝিলসহ ব্যস্ততম এলাকাগুলোতে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে দেখা গেছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

রোববার জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশ। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করা হয়েছে। পৃথিবীর অনেক মুসলিম দেশেই রাষ্ট্রধর্ম ইসলাম রয়েছে।

জনগণের পক্ষ থেকে এমন কোনো দাবি ওঠেনি যে, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে হবে। সরকার যদি সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার উদ্যোগ গ্রহণ করে, তাহলে এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তা কখনো মেনে নেবে না।’

বিজ্ঞপ্তিতে অ্যাম্বুলেন্স, মরদেহবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31