এসবিএন: সিলেট সরকারী মহিলা কলেজ’র অধ্যাপক বিজিত কুমার ভট্টাচার্য বলেছেন, স্বাধীনতা হচ্ছে আমাদের অপূর্ব নিয়ামক।
স্বাধীনতার এই মর্জদাকে যেন আমরা ধরে রাখতে পারি। স্বধীনতা যুদ্ধের দীর্ঘ সময় পার করেও আমরা এখনও স্বধীনতার সুফল পাইনি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বাধীনতার লক্ষ্য পূরণ করা সম্ভব।
রোটারী ক্লাব অব জালালাবাদ এর সপ্তাহিক সভা ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এ কথাগুলো বলেন।
ক্লাব হল রুমে শুক্রবার রাতে রোটারী ক্লাব অব জালালাবাদ এর প্রেসিডেন্ট রোটারীয়ান নিরেস চন্দ দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পিডিজি রোটারীয়ান ডা. মঞ্জুরুল হক চৌধুরী, পিএইচএফ পিপি রোটারীয়ান মাহবুব সোবহানী চৌধুরী, পিএইচএফ লে. কর্ণেল আতাউর রহমান পীর, পিএইচএফ রোটারীয়ান মুক্তিযোদ্ধা শুব্রত চক্রবর্তী, আরএফএসএম রোটারীয়ান মো. মনির উদ্দিন চৌধুরী, পিপি ড. তৌফায়েল আহমদ, রোটারীয়ান মোজাকির হোসেন কামালী, রোটারীয়ান নূরু আলম খান, রোটারীয়ান মিজানুর রহমান।
সভার শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন নেতৃবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন