ঢাকা ১৫ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


জীবনে সবচেয়ে বড় সৌভাগ্যের প্রাপ্তি হলো একজন ভালো বন্ধু পাওয়া -সিলেট’৯১

Red Times
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৫:৪৬ অপরাহ্ণ
জীবনে সবচেয়ে বড় সৌভাগ্যের প্রাপ্তি হলো একজন ভালো বন্ধু পাওয়া -সিলেট’৯১

উৎফল বড়ুয়া, সিলেট

আমাদের এসএসসি’৯১ এর বন্ধু শাহজালাল ইউনিভার্সিটির সমাজ কর্মের অধ্যাপিকা, এসএসসি ‘৯১ সিলেট বিভাগীয় গ্রুপের এডমিন,তাহমিনা ইসলাম মালয়েশিয়ার স্বনামধন্য ‘ইউনিভার্সিটি অফ মালায়া’ থেকে এসিড ভিক্টিমদের নিয়ে ডক্টর অব ফিলোসোফি পি এইচ ডি ডিগ্রী অর্জন করায় এবং লন্ডন প্রবাসী বন্ধু আজিজুর রহমান মুন্না ও বন্ধু মোঃ আব্দুল মুমিত রোমান এর সম্মানে ১৭ সেপ্টেম্বর (রবিবার) সিলেট মহানগরীর পানসী ইন অভিজাত হোটেলের হল রুমে এসএসসি ‘৯১ সিলেট বিভাগীয় গ্রুপের পক্ষ থেকে এক সংবর্ধনার আয়োজন করা হয়। পুর্বনির্ধারিত সময় রাত ৮.৩০ হইতে অনুষ্টান শুরুর কথা থাকলেও প্রচন্ড গরম ও বৃষ্টির কারনে অনুষ্টান রাত ৯ টার পর থেকে শুরু হয়ে রাত্রি দ্বিপ্রহর অবধি গান, নৈশভোজ, আড্ডা চলতে থাকে ! অনেক হাসি আনন্দের মধ্যে দিয়ে বন্ধুদের সাথে আড্ডা অন্তরঙ্গ মুহুর্তগুলো সত্যিই স্মৃতি হয়ে থাকবে, এভাবেই হাজারো মুহুর্তের সূচনা হোক, বন্ধুত্বের কাব্য থেকে রচিত হোক ইতিহাস ! প্রানের বন্ধুদের প্রানবন্ত উপস্হিতিতে আয়োজটি মুখরিত করে রেখেছিল যারা তারা হলো প্রানের বন্ধু ফয়সল আহমদ, এডভোকেট ইশতিয়াক আহমদ সুহেল, সরওয়ার হোসেন সেলিম, কামাল আহমদ, রোটারিয়ান মামুন আহমদ, লেখক ও সাংবাদিক উৎফল বড়ুয়া, মাসুদ আহমদ, সাজ্জাদ আহমদ, মনিরুজ্জামান মুরাদ, বিপ্লব পাল, আবুল হোসেন, সাহেল আহমদ, মিজানুর রহমান, মোঃ মনিরুজ্জামান খাঁন মনির, বেলাল আহমদ, জালাল উদ্দিন প্রমুখ ।
প্রানের বন্ধুরা সকলে তাদের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, জীবনে যেকোন প্রাপ্তির চেয়ে ভাল বন্ধু পাওয়াটা সৌভাগ্যের। যার জীবনে জীবনে যত ভাল বন্ধু আছে তার জীবন তত পরিপূর্ণ। বন্ধু মানে সুখ-দু:খের এক মজবুত ভরসা, বন্ধু মানে সফলভাবে সামনে এগিয়ে চলার অনুপ্ররণা। আমাদের জীবনে শৈশব থেকেই প্রতিটি ধাপে ধাপে শত সহস্র বন্ধুর দেখা দেখা মিলে এদের কখনো মন থেকে ভুলা য়ায়না, তবে জীবন সংগ্রামের বাস্তবতায় নিয়মিত খোঁজ খবর রাখা হয়ে উঠেনা। কিন্তু দিন শেষে পরিবারের আপজনদের সাথে এরাই গেঁথে থাকে অন্তরে।

সকল বন্ধুদের সহযোগীতা ও পরিশ্রমে এমন সুন্দর আয়োজন তাদের সকলকে কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ । দেখা হবে বন্ধু….।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930