মোস্তফা মোহাম্মদ:
দূরত্বের নিরিখে তুমি নও,
নহো দেহের উষ্ণতার চুল্লির অশেষ,
তুমি ভোরের শিশির-স্নাত ঘাসের ডগায়,
আছো ঠোঁটের আগায় প্রথম চুম্বনের আবেশ;
হিসাবের খাতায় খুঁজে পাবে নাকো তুমি,
সাংবাৎসরিক মুদি দোকান,
মাছ-মিষ্টি আর বাজারের ঝোলায়,
হৃৎপিণ্ডের প্রমত্ত মদিরায় খুঁজে নিও আমাকে;
আসুক সকাল,
হিসাবের খাতা আজ ছিঁড়েখুঁড়ে ফেলে দাও,
নিদ্রাহীন আবর্জনা ঝাঁকিজালে ঠেলো,
দুই হাত আকাশের দিকে তোলো,
প্রার্থনা করি তুমি ঘুমাও,
আমিও ঘুমাতে যাই শান্তির অতল;
সংবাদটি শেয়ার করুন